বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক আয়োজিত ১০ম বারের মতো প্রাক-প্রাথমিক (শিশু) ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা -২০২৩ বর্ণ প্রতিযোগিতা আগামী ১০ ফেব্রুয়ারী, শুক্রবার যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই উপলক্ষে সংগঠনের বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটি-২০২৩ এর আহবায়ক, সংগঠনের এলিট পরিষদের সদস্য জয়ন্তী ভৌমিক ও সদস্য সচিব, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ এর নেতৃত্বে মতলবের বিভিন্ন প্রাইমারি, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলে রেজিষ্ট্রেশন ফরম বিতরণ অব্যাহত রয়েছে। এতে উপ কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যদের সহযোগিতা নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন।
বর্ণ প্রতিযোগিতা-২০২৩ এর রেজিস্ট্রেশন ফরম বিতরণ অব্যাহত আছে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলে ফরম বিতরণ করা হচ্ছে।এছাড়াও যারা নিজ দায়িত্বে আপনার প্রতিষ্ঠান এবং সন্তানের জন্য ফরম সংগ্রহ করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন সংগঠন এর মোঃ আরিফুল ইসলাম (মতলব পৌরসভা,পরীক্ষার কেন্দ্রঃ কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, মতলব),
এএস পলাশ (মতলব পৌরসভা, পরীক্ষার কেন্দ্রঃ কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, মতলব)
মোঃ জসিমউদ্দিন পাটোয়ারী (নায়েরগাঁও উত্তর, দক্ষিণ ইউনিয়ন, পরীক্ষার কেন্দ্রঃ ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ পারভেজ তালুকদার
(নারায়ণপুর+খাদেরগাঁও, পরীক্ষার কেন্দ্রঃ ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়),
মোঃ তামিম তালুকদার (নারায়ণপুর+খাদেরগাঁও+ নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন; পরীক্ষার কেন্দ্রঃ ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শামীম আহম্মেদ উপাদী ইউনিয়নসমূহ;
পরীক্ষার কেন্দ্রঃ বহরি উচ্চ বিদ্যালয়।