মতলব দক্ষিণ সংবাদদাতাঃ স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন এর কার্যনির্বাহী পরিষদের ‘বিশেষ সভা’ ২৯ জুলাই শুক্রবার দুপুরে মতলবের ডিউড্রপস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়।
অঙ্গীকার কার্যনির্বাহী পরিষদ সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শুভ চন্দ্র শীলের পরিচালনায় আলোচনায় মুখ্য আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের এলিট পরিষদ সদস্য সাইয়্যেদুল আরেফিন শ্যামল।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ হীরা, এ এস পলাশ, দপ্তর সম্পাদক সাংবাদিক ইমরান নাজির, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক একে সাজেন, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান মুন্না সরকার, সম্মানিত সদস্য সুমন চন্দ্র সাহা, মো: জিহাদুল ইসলাম, ইয়াসিন আরাফাত শুভ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী পরিষদ আহ্বায়ক ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মো: আনিছুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।