বিশেষ প্রতিনিধিঃ অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা- ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হলো। এতে ‘ট্যালেন্টপুল’ এবং ‘সাধারণ গ্রেডে’ মোট ১০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলায় মেধা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থান ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক/ ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ব্যক্তিগণ, সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকদেরকে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত থেকে পুরস্কার, স্মারক ও সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে আমরা মনেকরি, তাদের সকলেই মেধাবী শিক্ষার্থী। এঁদের সবার মধ্য থেকে উত্তরপত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সবচে’ ভালোভাবে যারা লিখতে পেরেছে তাদের প্রথম ১০ জনকে দুই ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে। আশাকরি যাদের মেধাবৃত্তির জন্য চূড়ান্তভাবে তালিকায় নাম এসেছে তারা সহ অংশগ্রহণকৃত সকল মেধাবী শিক্ষার্থী প্রাথমিক গন্ডি পেরিয়ে মাধ্যমিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।
সবার জন্য অঙ্গীকার পরিবারের পক্ষ থেকে দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল। মেধাবৃত্তি প্রকল্প বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ বলেন প্রথমবারের মত আমাদের আয়োজনে সকল বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা সারা দিয়েছেন আমরা অনেক আনন্দিত।
মেধাবৃত্তি প্রকল্প বাস্তবায়ন উপ-কমিটি সদস্য সচিব এএস পলাশ বলেন যেসকল শিক্ষার্থীরা আমাদের মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে সবার প্রতি ভালোবাসা রইলো। আমাদের পরবর্তী সকল কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করি।