হিলশা নিউজ রিপোর্টঃ রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের অতীত সভাপতি মোঃ আল আমিন এবার অতিরিক্ত জেলা রোটার্যাক্ত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান পদটি রোটার্যাক্ট অঙ্গণে দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পদ।
জানা যায়, মোঃ আল আমিন একই সময়ে রোটারি ক্লাব অব ফরিদগঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য এবং কার্যকরী পরিষদের এডিটরের দায়িত্ব পালন করছেন। তিনি ইতিপূর্বে রোটার্যাক্ট অঙ্গণে জোনাল সেক্রেটারি, অতিরিক্ত জেলা কো-অর্ডিনেটর ও সর্বশেষ ২০২২-২৩ বর্ষের ডিস্ট্রিক্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
আরও জানা যায়, মোঃ আল আমিন চাঁদপুর যুব রেড ক্রিসেন্টের অতীত সদস্য ছিলেন। বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য পদে দায়িত্ব সামলাচ্ছেন। পেশাগত জীবনে তিনি কেয়ার সার্ভিসে প্রোগ্রাম অফিসার হিসাবে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে ক্যারিয়ার গড়ছেন। পাশাপাশি চাঁদপুরে একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি একাধিক সামাজিক ও পেশাজীবি সংগঠনেও নেতৃত্ব দিচ্ছেন।
এক সাক্ষাৎকারে মোঃ আল আমিন ‘হিলশা নিউজ’-কে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমি সব সময় সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরির মাধ্যমে সেবার অন্যতম প্লাটফর্ম এই রোটার্যাক্ট অঙ্গণ। এখানে আমাকে এতো বড় দায়িত্ব দেয়ায় তা পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।