স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের ফরক্কাবাদে অপপ্রচার চলছে জানিয়ে প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রতিবাদ জানিয়েছেন।
৩০ জুলাই শনিবার বিকালে একটি চাইনিজ রেষ্টুরেন্টে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে লিখিতভাবে এই প্রতিবাদ জানালেন। এ সময় নোমান সিদ্দিকি উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ জুলাই দুপুরে ফরক্কাবাদে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে হাসান খান এবং জাহাঙ্গীর হোসেন গং কে উদ্দ্যেশ্য করে এক পক্ষ মানববন্ধন করে। কলেজ রোডের ওই মানববন্ধনে ফরক্কাবাদ ডিগ্রী কলেজ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, বালিয়া ব্যবসায়ী সমিতি, বালিয়া ইউনিয়নবাসীসহ পৃথক ব্যাণারে আয়োজিত যৌথভাবে ওই মানববন্ধন করা হয়।
ওই মানববন্ধনে হাসান খান ও জাহাঙ্গীরের শাস্তি দাবী সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে কয়েক’শ শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়।
মানববন্ধনে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রুহুল আমিন মিয়াজীর সভাপতিত্বে এবং ফরক্কাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহামন ও মইন উদ্দিনের যৌথ পরিচালনায় ফরক্কাবাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্ৰ দাস, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক মজুমদার, ফরক্কাবাদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল আসলাম মিয়াজী, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিজি, শিক্ষার্থী মিলি আক্তারসহ অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে ফেরারী আসামি হাসান খান, জাল সনদধারী, মামলাবাজ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী জাহাঙ্গীর হোসেন গং ও এদের মদদদাতাদের অশুভ তৎপরতা এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে আমাদেরকে এই মানববন্ধন করতে হচ্ছে। এই এলাকার কৃতি সন্তান সুজিত রায় নন্দীর ঐকান্তিক প্রচেষ্টায় ফরক্কাবাদ ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠা পায়। দুঃখজনক হলেও কিছু দুস্কৃতিকারী এ ঐতিহ্যবাহী কলেজের শিক্ষদের বিরুদ্ধে চুরির মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে কলেজ ও এলাকার বদনাম করছে।
আর এর প্রক্ষিতেই নিজের আত্মপক্ষের সমর্থণসরূপ গণমাধ্যমকর্মীদের সামনে প্রেস ব্রিফিং করেন প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেন। সেখানে তিনি মন্তব্য করেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।