প্রেস বিজ্ঞপ্তিঃ নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগান কে সামনে রেখে ২২ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে সংগঠনের শাহরাস্তি উত্তর ঠাকুরবাজারস্থ প্রধান কার্যালয়ে উদযাপন করা হয়েছে।
অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামছুল হক বিপ্লব (উপসচিব) এবং পরিচালক রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।
সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর উপদেষ্টা, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর উপদেষ্টা শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মফিজুর রহমান মজুমদার, পৌর ১১ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত পরিচালক মাসুদুল গনি পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতিয়ার সাধারণ সম্পাদক রাকিব হাসান, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া সুমন, আমেরিকান প্রবাসী মোহাম্মদ ফিরোজ আহমেদ, তোফায়েল হোসেন তফু প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমরুজ্জামান সবুজ, সহসভাপতি শিল্পী আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, শিল্পী আরমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কবি ফারজানা মুন্নী, সহসাংগঠনিক সম্পাদক শিল্পী মনির হোসেন অমি, সাকিল হোসেন মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
সভায় স্থানীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার কারনেই শাহরাস্তিতে এখনো সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করেছে, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা সহ দেশের অনেক জেলায় বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছে।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় একজন ভালো মনের মানুষ নিজস্ব অর্থ দিয়ে আজও তিনি সংগঠন চালিয়ে যাচ্ছেন। তিনি দেশের বাহিরে থেকেও সংগঠনকে গতিশীল রাখতে কাজ করে যাচ্ছেন,আজ ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। উনার আন্তরিকতার কারনেই অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এসেছি ।
সবশেষে আগত অতিথিদের হাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রবাসীদের ভাবনা নিয়ে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সম্পাদনায় প্রকাশিত প্রবাসী ভাবনা বইটি শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেয়া হয়।