মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজারে রাহবার শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ব্যাপক সুনাম অর্জন করে আসছে রাহবার শিল্পী গোষ্ঠী।
রাহবার শিল্পীগোষ্ঠী অপসাংস্কৃতী প্রতিরোধ ও সুস্থ সাংস্কৃতী বিকাশের লক্ষে ক্বেরাত হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি, উপস্থাপনা, অভিনয় ও হস্তলিপি শিক্ষা দেয়ে আসছে।
শনিনাবার ১২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নিজ কার্যালয়ে রাহবার শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহবার শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান কে এম ইয়াসিন রাসেদ সানী, শঞ্চালনা করেন মোঃ ইমরান হোসেন সাকি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদি।
তিনি বলেনে ইসলামী সংস্কৃতি মনে ধারন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। রাহবার শিল্পী গোষ্ঠী ইসলামী সংস্কৃতি চর্চাকেন্দ্র। আমি উক্ত সংগঠনের সফলতা কামনা করছি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উ’বি এর প্রধান শিক্ষক আওলাদ হোসেন, রাহবার শিল্পী গোষ্ঠীর ভাইস চেয়ারম্যান ও গিতিকার মাওঃ এস এম আহসান হাবীব, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওঃ মামুনুর রশিদ, মাওঃ শরিফুল ইসলাম, প্রধান পরিচালক ওসমান গনী, সহকারী পরিচালক মাওঃ ফিরুজ আলম, নির্বাহী পরিচালক ফারহান হোসেন নাজিম সহ রাহবার শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।