স্টাফ রিপোর্টারঃ পদ্মা-মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের আর নামতে না দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার হাইমচর মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, নদী ভাঙ্গণ থেকে হাইমচরবাসীকে রক্ষা আওয়ামীলীগের একটি চ্যালেঞ্জ ছিলো। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে সে চ্যালেঞ্জে আমরা জয়ী হই। এখন একটি বিশেষ চক্র অবৈধভাবে নদীতে বালু উত্তোলন করে মানুষকে ভিটেমাটিসহ উচ্ছেদের পায়তারা করছে।তাই চাঁদপুর জেলা আওয়ামীলীগসহ আমরা নেত্রীর নির্দেশে যেই অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছি। তা যেন আর চালু না হয় সেদিকে সবাই ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে। এসময় তিনি টিনের ঘরের হাইমচর মডেল স্কুলটির অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী। হাইমচর মডেল স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মোঃ রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর সাত্তার গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, হাইমচর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার মুকবুল আহম্মেদ গাজী, হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত সরকার,সুধীমহলের বীর মুক্তিযোদ্ধা সিরাজ পাটোয়ারী, বিল্লাল হোসেন বেপারী, মফিজ আখন, দুলাল কোতোয়াল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক বাদল রহমান, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, তেজগাঁও থানা যুবলীগ নেতা আঃ মালেক, জসিম খান, চাঁদপুরের ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার,কাজী নাসিম, টুটুল মজুমদার, হাইমচর উপজেলা ছাত্র নেতা বাবু জমদারসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের হাত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীরা পুরষ্কার গ্রহণ করে। এর আগে কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দীকে হাইমচরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্লোগানসহ মিছিল নিয়ে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।