প্রেস বিজ্ঞপ্তিঃ সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, হত্যা এবং সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁদপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে মানববন্ধন ২৯ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি, নজরুল গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা।
মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, নজরুল গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক মোশারেফ হোসেন, জেলা উদীচীর সহ-সভাপতি গোপাল সাহা, উদীচীর জাতীয় পরিষদের সদস্য জান্নাতুল ফেরদাউস সুমি, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সৌরভ, সাংস্কৃতিক কর্মী রনজিত সাহা মুন্না। মানববন্ধন পরিচালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি সমাজকে ভিতর থেকে বিভীষিকাময় করে তুলছে। সম্প্রতি কয়েকটি ঘটনার পিছনে সাম্প্রদায়িক শক্তির সরাসরি নেতৃত্ব এবং ইন্ধন ছিলো। সে কারণে ধর্মীয় অবমাননার অজুহাতে শিক্ষক নির্যাতন, হত্যা এবং বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে। এভাবে একটি দেশ সভ্য হিসেবে বিবেচিত হতে পারে না।
তাই সমাজে সহঅবস্থানের জন্য এ ধরনের ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। এবং মানববন্ধন হতে সরকারের প্রতি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।