স্টাফ রিপোর্টারঃ সরকার ঘোষিত গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা মেঘনায় ৯০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষনা করা হয়। এরই ধারাবাহিকতায় বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাবর আলী খানের ব্যাপক তৎপরতায় নদীতে গত গত ২৪ ঘন্টায় মেঘনা নদীর বিভিন্ন স্থান হতে জাটকা সংরক্ষন অভিযান পরিচালনা করা হয়।
এতে ২ জন অসাধু জেলেসহ ৮০ কেজি জাটকা ইলিশ মাছ ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করা হয়েছে।
১২ মার্চ রোববার এ ব্যাপারে মতলব উত্তর থানায় মৎস্য আইনের একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এ ব্যাপারে বেলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী বলেন, কালিরচর এলাকায় মেঘনা নদীতে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ২টি ক্যারেটে ৮০কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করি। পরে ঐ মাছের মধ্যে ৩০ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরন করেছি। আর বাকি ৫০ কেজি জাটকা ইলিশ মাছ মামলার আলামত হিসেবে বিজ্ঞ আদালতে চালান মোতাবেক জমা দিয়েছি।
তিনি বলেন, অভয়াশ্রমে জাটকা রক্ষা অভিযানে দিনরাত ২৪ ঘন্টা আমাদের নৌ পুলিশের টিম নদীতে টহল দিচ্ছে। পাশাপাশি সার্বক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষ তা তদারকি করছে। সফলভাবে অভিযান অব্যাহত রাখতে সবার তথ্য সহযোগিতা চাচ্ছি।