হৃদয়ে এইটুকু বিশ্বাস রয়েছে
আঁধার পেরিয়ে আলো আসবেই।
কিন্তু কোথায় আলো কিংবা কতদূর?
সবাই কি পেয়েছে সেই আলো!
অসীম দূরত্বের আলোর পিছু ছুটছি নাতো?
বার বার মনে হচ্ছে-এই অন্ধকার আরো প্রকট!
কোনমতে যেন খঁড়কুটোর মতো ভেসে রয়েছি।
হয়তো এবারই শেষ বা আর ক্ষানিকটা পড়েই।
মনের জোড় তবুও স্বপ্ন দেখায় এবং ভাবায়।
পথিকের জীবনে আমিই নয়,
এই আলোর খোঁজে; যাত্রীও অনেক।
তবুও মতভেদ আর পার্থক্যে সবই অজানা।
হাল ধরে আবারো রুগ্ন যাত্রাটা হবে সতেজ।
তবে এবার পথিক একা নয়,
প্রখর বিশ্বাস ও বিচক্ষণ মনোবল পথিকের সাথী।
তাইতো সময়েই আঁধার পেরিয়ে আলো আসবেই।
লেখক পরিচিতি- অমরেশ দত্ত জয়, সদস্য সচিব, চাঁদপুর সাহিত্য ফোরাম।