নিজস্ব প্রতিনিধিঃ ঈদের খুশি ছড়িয়ে দিতে অসহায়দের মাঝে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর নামে সংগঠনটি হতে ঈদ উপহার দেয়া হয়েছে।
৩০ মার্চ রোববার শহরের কোরালিয়া রোডে এ ঈদ উপহার দেয়া হয়। আর এতে সহায়তা করে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
এ তথ্য নিশ্চিত করে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার্যাক্ট রহমান রিজভী বলেন, আমরা আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করি। তাই চেষ্টা ছিলো ঈদেও যাতে কিছু করতে পারি। সেই চিন্তা হতেই অর্ধ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও পোশাক বিতরণের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছিলো।
এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক প্রভাতি কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান আব্দুল আউয়াল রুবেল বলেন, রোটার্যাক্টরা সবসময়ই সেবামূলক কাজে অংশ নেয়। ঈদে অসহায়দের পাশে দাড়ানো দারুন মানবতাবাদী কাজ। আমি রোটার্যাক্টদের ভালো কাজে এবং উদ্যোগগুলো বাস্তবায়নে সবসময় পাশে আছি।
এসময় রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সহসভাপতি মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত,বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের মোঃ তাইমুল ইসলাম, মাহমুদা আক্তার, তানজিলা আক্তার, তামিম ইকবালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।