স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে সারাবিশ্বের মধ্যে একটি উদার নজির। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের সূচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই নজির সৃষ্টি করে বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে একটি ধর্ম নিরপেক্ষ দেশের রোল মডেলে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখব।
এখন সব ধর্মের মানুষ শান্তির সঙ্গে সমভাবে ধর্ম পালন করতে পারছে। শেখ হাসিনা মনে করেন, হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সুন্দর বাংলাদেশে বসবাস করছি। অসাম্প্রদায়িক রাজনীতির শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা।
তিনি ১৯ আগস্ট শুক্রবার রাতে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।
পুরাণবাজার জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মিঠু বণিকের সভাপতিত্বে ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ। আওয়ামীলীগ নেতা অ্যাডঃ দেবাশীষ কর মধু, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহাসহ অন্যরা এবং সনাতন ধর্মাম্বলি অগণিত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।