স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের পুরানবাজারের মনোহারী পট্টিতে কোনরূপ আইনী তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রিতে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
৮ জুলাই শনিবার দুপুরে মনোহারী পট্টিতে গিয়ে যত্রতত্রভাবে প্রকাশ্য বাজারে এই গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কোনরূপ লাইসেন্স না নিয়ে আইনী তোয়াক্কা না করেই বার বার এভাবে বাজারে গ্যাস সিলিন্ডার ভর্তি করে বিক্রি বন্ধ করতে বলা হচ্ছে আব্দুল মজিদকে। যিনি গেলো ৬/৭ মাস যাবৎ এই বাজারে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ভর্তি করে বিক্রি করে পুরো বাজারকে ঝুঁকিতে ফেলেছেন। তার এই গ্যাস সিলিন্ডার মজুদের নেই কোন নিরাপদ গোডাউনও। কোন রকমে অনিরাপদভাবে একটি দোকানেই মজুদ করছেন গ্যাসভর্তি এসব সিলিন্ডার। এতে করে যেকোন সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনসহ অগ্নিকান্ডময় দুর্ঘটনার আতঙ্কে দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। তাই এই ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় এই গ্যাস ব্যবসা বন্ধের দাবী তোলেন ব্যবসায়ীরা।
অভিযোগের সত্যতা স্বীকার করেন ব্যবসায়ী আব্দুল মজিদ। তিনি বলেন, আমি জানি এভাবে গ্যাস ব্যবসা করা ঠিকনা। এই পুরানবাজারের বড় মসজিদ সংলগ্ন এলাকায় ভাড়া থেকে এই গ্যাস ব্যবসা চালাচ্ছি। এমনকি এই দোকানটিও ভাড়া নেয়া। বেচাবিক্রি কম হওয়ায় নদীর পাড় এলাকায় গোডাউন নিবো বলেও নিতে পারছিনা। এখন প্রশাসন যদি এই ব্যবসা উঠিয়ে দেয় তাহলে অবশ্যই আমি এখানে গ্যাস বিক্রি বন্ধ করে দিবো।
এ বিষয়ে পুরানবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ রুবেল মিয়া বলেন, আমরা সরজমিনে যাবো ঘটনাস্থল পরিদর্শন করতে এবং অবশ্যই উর্দ্ধতনকে ঘনবসতিপূর্ণ বাজারে অনিরাপদভাবে এই গ্যাস ব্যবসার বিষয়টি অবগত করবো।