স্টাফ রিপোর্টারঃ আইন অমান্য করে মা ও বোনদেরকে ঠকিয়ে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ দেয়া হয়েছে থানায়।
৬ জুলাই বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় এই লিখিত অভিযোগ দেন নূর জাহান বেগম। তিনি লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া বাজারের কমলাপুরের হাওলাদার বাড়ীর মরহুম ঈমান উদ্দিন শেখের মেয়ে।
অভিযোগে উল্লেখ করা হয়, নূরজাহান বেগমের স্বামী প্রায় ৮ বছর আগে মারা যায়। এখন নূরজাহান মেয়েদের কাছে থাকেন। কেননা তিনি বৃদ্ধ হওয়া সত্ত্বেও তার ছেলে তার কোন ভরণ পোষণে খরছ দেননা এমনকি খবরও নেননা। যদিও ছেলে প্রবাসে জীবন যাপন করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নূরজাহান বেগমের বসতভিটাটুকু বিক্রি করে ফেলেছেন তার ছেলে ও ছেলে স্ত্রী। এরসাথে বাড়ীর মূল্যবান গাছপালা দফায় দফায় বিক্রি করে ফেলেছেন। এখন সম্পত্তিটুকুও ভাগ বন্টন না করে জবরদখল করে রেখেছেন। তাই তিনি সুষ্ঠু সমাধান পেতে থানায় অভিযোগ দিলেন।
এ বিষয়ে নূরজাহান বলেন, আমার অনুপস্থিতিতে আমার ছেলে নেয়ামত ও তার স্ত্রী আয়শা আমার ঘরের সকল মালামাল আত্মসাৎ করেছে। এখন বলতেছে আমি বাড়াবাড়ি করলে সম্পত্তিটুকুও দিবেনা। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।
অভিযোগ প্রসঙ্গে বিবাদী আয়শার কোনরূপ বক্তব্য নেয়া সম্ভব হয়নি।