রিয়ন দেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচদিন করে ক্লাস নেওয়া হবে। জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ কে প্রাধান্য দিয়েই এমন পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, আমাদের শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি এখন থেকে সপ্তাহে ৫ দিন ক্লাস নেওয়া শুরু হয় তাহলে বিদ্যুতও সাশ্রয় হবে। তবে আমরা এই ৫ দিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পুনর্বিন্যাস করতে চাই। যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।