হিলশা নিউজ রিপোর্টঃ সুশীল সমাজের প্রতিনিধি এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পিতা মোঃ নুরুল ইসলামের আজ ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১০ সালে মৃত্যুবরণ করেন। বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন মরহুম মোঃ নুরুল ইসলামের সন্তান অ্যাড. জহিরুল ইসলাম।
জানা যায়, মোঃ নুরুল ইসলাম ছিলেন রাজনৈতিক, ক্রীড়াবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি স্বাধীনতার পূর্বকালে তৎকালীন পাকিস্তান আমলের বিডি মেম্বার ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চাঁদপুর জেলা ও মহকুমা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও চাঁদপুর সদর থানা আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সুদীর্ঘকাল সভাপতির দায়িত্ব পালন করেন।
আরও জানা যায়, মোঃ নুরুল ইসলাম এক সময়ে ফুটবল ও হাডুডু খেলোয়াড় হিসেবে চাঁদপুরে সুখ্যাতি অর্জন করে। এছাড়াও তিনি তাঁর সাধ্যমতো দান করতে পছন্দ করতেন। তাঁর জীবনদশায় তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও দায়িত্ব অবস্থানে সম্পৃক্ত ছিলেন।
এ বিষয়ে মরহুম মোঃ নুরুল ইসলামের ছেলে অ্যাড. জহিরুল ইসলাম ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার আব্বা হয়তো আমাদের মাঝে নেই। তবে তাঁর কর্মগুলো আমাদের মাঝে রয়ে গেছে। আমরা পারিবারিক উদ্যোগে আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। সকলকে আগামী শুক্রবার বাদ জুম্মা আমাদের গ্রামের বাড়ী মৈশাদীতে মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।