মানিক ভৌমিকঃ আগামী বছর অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারাদেশে কমিটি পুনর্গঠন করছে। নতুন উপজেলা কমিটি দলকে সুসংগঠিত করে নির্বাচন বেগবান করবেন এমনটাই চান দলের নীতিনির্ধারকেরা।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে। স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর চলতি বছরেই কয়েকবার কাউন্সিলের তারিখ ঘোষণা করেছিলেন। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর কাউন্সিলের তারিখ নির্ধারণ হয়েছিল।
১০ সেপ্টেম্বর ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নিজে উপস্থিত থেকে কচুয়া পৌরসভা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করেন কিন্তু উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত হয়ে যায়।
অবশেষে ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের কাঙ্ক্ষিত কাউন্সিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু।
অনুষ্ঠানের প্রধান বক্তা চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন সাবেক জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ সামছুল হক ভুঁইয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাংগঠনিক টিম প্রধান আবদুর রশিদ সরদার এবং কচুয়া আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
সন্মেলনের সভাপতিত্ব করবেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সঞ্চালনায় থাকবেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
৯ বছর পর আওয়ামী লীগের এই কাউন্সিল নিয়ে কচুয়া এখন বেশ সরগরম। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ও ফয়েজ আহমেদ স্বপন প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌরসভার মেয়র ও যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল খালেক।
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা একদিকে কাউন্সিলরদের সাথে দফায় দফায় মিটিং করছেন অন্যদিকে দলের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। অনেক কাউন্সিলর মনে করেন, ভোট হলে সভাপতি পদে মূল লড়াই হবে মো. শাহজাহান ও আইয়ুব আলী পাটওয়ারীর মধ্যে। সাধারণ সম্পাদক পদে নাজমূল আলম স্বপন, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও অ্যাড. হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার লক্ষ্যে ১২ সদস্যের সন্মলন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সন্মেলন পরিচালনা উপকমিটির আহ্বায়ক চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। এছাড়া ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ কমিটি ১২টি ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের তালিকা চুড়ান্ত করেছেন। হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলছে।
সম্প্রতি চাঁদপুর জেলার হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এই ধারাবাহিকতায় কচুয়া উপজেলায় কাউন্সিলরদের ভোটে না গিয়ে কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দলের কোন্দল এঁড়াতে চলমান কমিটিই এগিয়ে থাকবেন বলে অনেকে মনে করেন।
তবে সবকিছুই নির্ভর করে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সিদ্ধান্তের ওপর।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে হযরত শাহ নেয়ামত শাহ স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জনাব আইয়ুব আলী পাটওয়ারী সভাপতি এবং সোহরাব হোসেন চৌধুরী সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।