রিয়ন দেঃ চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৮ আগস্ট সোমবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদসহ জেলার প্রত্যেকটি উপজেলায় দৈনিক চাঁদপুর দর্পণের উপজেলার অফিস প্রধানের উদ্যোগে মরহুম ইকরাম চৌধুরীর জন্য দোয়ার আয়োজন করা রয়েছে।
এছাড়া আগামী ১২ আগস্ট শুক্রবারেও এই মৃত্যুবার্ষিকীকে ঘিরে দৈনিক চাঁদপুর দর্পণের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
দৈনিক চাঁদপুর দর্পণের প্রত্যেক উপজেলার অফিস প্রধানের নেতৃত্বে প্রতিনিধিগণ আজ ৮ আগস্ট সোমবার স্ব স্ব উপজেলায় এই দোয়ার আয়োজন করবেন।
১২ আগস্ট শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকল শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুর দর্পণ এর বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী।