স্টাফ রিপোর্টারঃ দেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
আজ ৩১ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বিতরণ করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা সুজিত রায় নন্দী।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ এতিম, অন্ধ-প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করবো। এতে কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। আমরা আয়োজন সফল করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, জনগণের একমাত্র দল হচ্ছে আওয়ামীলীগ। তাই জনগণের প্রতি এ দলটির দায়বদ্ধতা রয়েছে। আর সেই দায়বদ্ধতা থেকেই প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ ইফতার সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাঁড়াবো। আমাদের এই উদ্যোগ সফল করতে দলীয় ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হবার আহ্বান জানাচ্ছি।