মোঃ হোসেন গাজীঃ মুক্তিযোদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতা আমরা স্লোগানকে লালন করে এগিয়ে চলা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যকরী কমিটির ২য় সভা আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বিকাল ৪টায় শহরে সংগঠনের কার্যালয়ে এ সভার কার্যক্রম আরম্ভ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ‘হিলশা নিউজ’-কে বলেন, আমাদের ২০২৩ সালের কার্যকরী কমিটির দ্বিতীয় সভা আজ। এ সভায় সংগঠনের অভিষেক, পবিত্র মাহে রমজানের ইফতার পার্টি, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কর্মপরিকল্পনা,সদস্য অন্তর্ভূক্তি, সদস্য ফি আদায়সহ নানা বিষয় সম্পর্কে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সভায় কার্যকরী পরিষদের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।