অমরেশ দত্ত জয়ঃ ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত চিন্তায় আমরা’ স্লোগানকে ধারন করা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেককে ঘিরে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে।
আজ ৩১ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় শহরের রুসুইঘর চাইনিজে এই অভিষেক করা হবে। এদিন রমজানের পবিত্রতা রক্ষায় অভিষেকে আগত বিভিন্ন পর্যায়ের অতিথি এবং ক্লাব সদস্যদের জন্য ইফতারের আয়োজন রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আমরা পুরো জেলার সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্লাটফর্মে আসতে পেরেছি এটা আমাদের ভালোলাগা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই সংগঠনটিকে এগিয়ে নিচ্ছি। আমাদের এই সংগঠনটি নিয়ে পূর্বেও আহ্বায়ক কমিটি কাজ করেছে। এরপর পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর এটাই ক্লাবের ১ম অভিষেক।
তিনি বলেন, আমাদের এই অভিষেককে ঘিরে সবার মাঝে একটা উৎসাহ উদ্দিপনা কাজ করছে। বিশেষ করে ক্লাবের কার্যকরী কমিটির সবাই অভিষিক্ত হতে যাচ্ছে বলে তাদের মাঝেও একটা আনন্দ কাজ করছে। আমরা যাতে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠান সফল করতে পারি এজন্য সকলের দোয়া চাই।
অনুষ্ঠান প্রসঙ্গে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান বলেন, অত্যান্ত নিষ্ঠার সাথে কাজ করে এই ক্লাবটির আহ্বায়ক থেকে এখন সভাপতির দায়িত্ব সামলাচ্ছি। আর এজন্য আমি এই ক্লাবের কার্যকরি কমিটির সবাইকে ধন্যবাদ দিতে চাই। কেননা তাদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া আমি এতোবড় গুরু দায়িত্ব এতো সহজে সামলাতে পারতাম না।
তিনি বলেন, আজ অভিষেককে ঘিরে অতিথি নিমন্ত্রণ, সংবর্ধিত অতিথিদের চূড়ান্ত করা, আপ্যায়ন সংক্রান্ত বিষয়সহ সকল কিছু গোছানো রয়েছে। এখানে সাংবাদিক, রাজনৈতিক, প্রশাসনিক ও সুধীমহলের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিগণের পদচারণা হবে। তাই এখন সুন্দরভাবে আয়োজন সফল করতে আমি সঠিক সময়ে সবার উপস্থিতি ও দোয়া কামনা করছি।