স্টাফ রিপোর্টারঃ আজ চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
বুধবার দুপুর ৩টায় শহরের হাসানআলী স্কুল মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এছাড়াও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন,সাধারণ সম্পাদক সাদ্দাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থাকবেন।
এ বিষয়ে ‘হিলশা নিউজ’-কে আরাফাত সানি বলেন, আমি এবং আমার বন্ধুরা মিলে সব সময়ই ছাত্রলীগের ব্যাণারে মানবিক কাজ করি। এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি সবাই সময়মতো উপস্থিত হয়ে এ উদ্যোগকে সফল করতে সহযোগিতা করবেন।