মোঃ হোসেন গাজীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩২ জেলার অংশগ্রহণে রোটার্যাক্ট জেলা সংগঠন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের দোয়া ও ইফতার অনুষ্ঠিত হবে।
আজ ১৫ এপ্রিল শনিবার চাঁদপুর রোটারি ভবনে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের তত্ত্বাবধানে এই দোয়া ও ইফতার করা হবে। একাজে ইতিমধ্যেই দায়িত্ব পেয়েছেন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি রোটার্যাক্টর আল আমিন।
বিষয়টি নিশ্চিত করে ডিআর আর সাজ্জাদ বলেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা সবাই মিলে একত্রিতভাবে দোয়া ও ইফতারে অংশ নিবো। তাই আমাদের এই ‘মাগফিরাত’ নামের আয়োজনে সকল রোটার্যাক্টদের উপস্থিত হয়ে দোয়ায় সামিল হওয়ার জন্য আহ্বান করছি।