হিলশা নিউজ রিপোর্টঃ সংগঠনের লক্ষ্য উদ্দ্যেশ্য এবং চেতনাকে ছড়িয়ে দিতে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের ৩ ইউনিটের জন্য কর্মীসভা হবে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই কর্মীসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসাইন।
জানা যায়, কলেজ ছাত্রলীগের উচ্চ মাধ্যমিক বিভাগের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। আর সেজন্যই দায়িত্বশীল পদ প্রত্যাশীদের থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করতে এ কর্মীসভার আয়োজন করা হয়েছে।
আরও জানা যায়, কলেজ ছাত্রলীগের ৩ ইউনিটের এই কর্মীসভায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি,সাধারণ সম্পাদক সাদ্দাম খানসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ হোসাইন হিলশা নিউজ-কে বলেন, সংগঠনের নেতাকর্মীদের চেইম অব কমান্ডের মাধ্যমে সুশৃঙ্খল রাখতেই এই কর্মীসভা করা হচ্ছে। আশা করি এর মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগে ৩ ইউনিটে দায়িত্বশীলরা নেতৃত্বে আসবে। আমরা কর্মীসভায় সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।