সাগর আচার্য্যঃ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ-এর চতুর্থ বর্ষে পদার্পণ আজ ২৬ আগস্ট শুক্রবার। ২০১৯ সালের এ দিনে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় ‘নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২২’, র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন রয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বরেণ্য কথাসাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম।
আরও জানা যায়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পত্রিকাটির পক্ষ হতে সাংবাদিকতায় অবদানের জন্যে দুজনকে ‘নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২২’ প্রদান করা হবে। সম্মাননাপ্রাপ্তরা হলেন একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক সুজন কবির এবং দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিক, সাহিত্যিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।