... বিস্তারিত
আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস
মামুন হোসাইনঃ আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পাকিস্তান বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচ- প্রতিরোধের মুখে তারা সর্বশেষ এইদিন উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাক বাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এই সময় পাকি বাহিনীর গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করে মুক্ত দিবস উদযাপন কমিটি। এছাড়াও ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন,ফরিদগঞ্জ প্রেসক্লাব বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে।