হিলশা নিউজ রিপোর্টঃ “জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত-অফুরান নামতায় বাদলের ধারাপাত”। সবাইকে শ্রাবণের শুভেচ্ছা।
চাঁদপুর সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর আজ ৩০ জুলাই শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সাহিত্য আসরে সাহিত্য অনুরাগী যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে চাঁদপুর সাহিত্য একাডেমি এডহক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত বলেন, এই সাহিত্য আসরে কবি, লেখক, সাহিত্যিকদের স্বরচিত কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ পাঠ করা যাবে। তাই সাহিত্য আসরে জেলার সকল পর্যায়ের নবীন-প্রবীণ লেখকদের আমন্ত্রণ রইলো।