প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ২৫ জুলাই বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে সমষ্টির আয়োজনে শোভাযাত্রা বের হবে। এ দিবসটি ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
গণমাধ্যমের সহযোগিতা নিয়ে ‘সমষ্টি’ সংগঠনটি পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
এ কাজের অংশ হিসেবে চাঁদপুর জেলায় আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে একটি শোভাযাত্রা আয়োজন করেছে সমষ্টি।
অনুষ্ঠিতব্য এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ মো.মিলন মাহমুদ,সিভিল সার্জন ডা.শাহাদাত হোসেন ও চাদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল।
এছাড়াও শোভাযাত্রায় সকল পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিক ও সূধীজনকে অংশ নেয়ার সবিনয় অনুরোধ করেছেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক আলম পলাশ।