রিয়ন দেঃ ছাদবাগানিদের উৎসাহ দিতে সবুজের ছোঁয়ায় নিজের বাগানের আঙ্গিনায় ফেসবুক পেইজের এডমিন আলমগীর সিকদারের উদ্যোগে চারা বিতরণ করা হবে।
আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শহরের স্বর্ণখোলায় এসব চারা ছাদবাগানিদের হাতে তুলে দিবেন ওই ফেসবুক পেইজের মডারেটর মোঃ মমতাজ উদ্দীন মাসুদ।
তিনি বলেন, আমাদের ফেসবুক পেইজের এক্টিভ ছাদবাগানি সদস্যদের উৎসাহিত করতে বিলুপ্ত প্রায় সবজি এবং ফলগুলোকে ফিরিয়ে আনার প্রয়াসে আমদের ফেসবুক গ্রুপ কাজ করে যাচ্ছে। আমাদের গ্রুপের মূল স্লোগান হচ্ছে একটি বাড়ীর ছাদ হতে পারে একটি ফসলের মাঠ। আর এই স্লোগানকে সামনে রেখেই ছাদবাগানিদের অগ্রাধিকার দিয়ে গ্রুপের সবাই সবুজায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা আজ আমাদের ফেসবুক পেইজের চাঁদপুরের ৭০ জন বাগানিকে বিলুপ্ত প্রায় কাসমিরি টক বড়ই কলম চারাসহ ১৮ জাতের বিভিন্ন বীজ উপহার দিবো। যা ঢাকা থেকে উপহার পাঠিয়েছেন গ্রুপের এডমিন আলমগীর সিকদার। এমন আয়োজনে রেজিষ্ট্রেশনকৃত ছাদবাগানিদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ করছি।
প্রসঙ্গত, মোঃ মমতাজ উদ্দীন মাসুদ তিনি নিজেও একজন সফল ছাদবাগানী। যার ছাদ বাগানে দেশি বিদেশী প্রায় ৭০টি ফুল ও ফল গাছ রয়েছে।