অমরেশ দত্ত জয়ঃ করোনার ধকল কাটিয়ে আজ বৃহস্পতিবার বিকাল থেকে আবারো শুরু হতে যাচ্ছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যেই টুর্ণামেন্ট সফল করতে মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থাসহ আয়োজকরা। জেলার ৮টি উপজেলার মোট ৮ দলের অংশ নেওয়া খেলোয়াড়দের পায়ের জাদু দেখতে আবারো ফুটবলে মাতবে গ্যালারীতে থাকা চাঁদপুরবাসী।
এক সাক্ষাৎকারে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ‘হিলশা নিউজ‘-কে বলেন, আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই টুর্ণামেন্টের গ্রুপ পর্বের উদ্বোধনী খেলা। এরপরে পর্যায়ক্রমে সেমিফাইনাল শেষে আগামী ৭ অক্টোবর হবে ফাইনাল খেলা। প্রতিদিন বিকাল ৩ টায় ১টি করে খেলা উপভোগ করতে পারবে গ্যালারীতে থাকা ফুটবল প্রেমী দর্শকরা।

এদিকে এই টুর্ণামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা এক সময় দেশসেরা খেলোয়াড়ে পরিণত হবে বলে বিশ্বাস চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারীসহ সংশ্লিষ্টদের।
আর তাই টুর্ণামেন্টটি সফলভাবে আনন্দঘন করতে সর্বাত্মক সহযোগিতা করছেন জেলার ক্রীড়া কর্মকর্তা মোঃ তারিকুল ইসলামসহ অন্যান্যরা।