প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ১২ই আগস্ট শুক্রবার রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর ২২ বছরে পদার্পণ করতে যাচ্ছে। রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর হাত ধরে ১৯৯৯ সালের ৪ জুন জন্ম নেয় রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর। এর পরের বছর ১২ই আগষ্ট ২০০০ সালে চার্টার্ড এর মাধ্যমে আন্তর্জাতিক অংগনে পরিচিত লাভ করে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর। যার ক্লাব আইডি নংঃ ৪৯৭৯৭।
হাটি হাটি পা পা করে আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের একাধিক বার অন্যতম সেরা ক্লাব নির্বাচিত হওয়া রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর ২২ বছরের পদার্পণ করতে যাচ্ছে।
ক্লাবটির ২২ বছর পদার্পণ উপলক্ষে ক্লাব টি নিজ ভ্যানু রোটারি সেন্টার এ “চার্টার নাইট” উদযাপন করাতে যাচ্ছে। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ডি আই আর রোঃ সাজ্জাদ হোসেন এবং সাবেক ও বর্তমান ডিস্ট্রিক্ট অফিসিয়াল এবং বিভিন্ন ক্লাবের সভাপতি ও সচিবসহ অনেকে।
ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এক্স রোঃ মোঃ বিল্লাল হোসেন এবং সচিব ছিলেন এক্স রোঃ আব্দুল আউয়াল রুবেল।
বর্তমানে ক্লাবের সভাপতি রোঃ নজরুল ইসলাম নিলয় ও সচিব রোঃ মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত এর নেতৃত্বে ক্লাবের মোট সদস্য ৩৬ জন।