হাইমচর সংবাদদাতাঃ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী – ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বেপজার সাবেক সদস্য এবং হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এজেডএম আজিজুর রহমান বলেছেন, শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে পরিবর্তন করা যায়।
জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যায়। মানসম্মত আধুনিক শিক্ষার বিকল্প নেই। দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। স্কুল থেকে তা আজ কলেজে রুপান্তরিত হয়েছে। আশা করছি এই কলেজ উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। উৎপাদনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে।
আজ (১০জুন শনিবার) দুর্গাপুর হাই স্কুল ও কলেজের নুর হোসেন মিলনায়তনে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ টেলুর সঞ্চালনায় এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সবসময় সহযোগিতা করেছি। নতুন এই কলেজের যেকোন উন্নয়নে আমার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি সকল বিত্তবানদের আহবান জানাবো কলেজের পাশে দাড়ানোর জন্য।
হাইমচরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান দূর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজে রুপান্তরিত হয়েছে। কলেজের শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের নিয়ে মতবিনিময় এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক প্রধান শিক্ষক এম এ লতিফ, নুরুল আমিন পাটওয়ারী, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি এড. মোখলেছুর রহমান পাটওয়ারী, প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: হুমায়ুন কবির প্রধানিয়া, সিনিয়র সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কো-অপ্ট সদস্য এম এ বাশার, হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীম , আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম কোতোয়াল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু তাহের সরদার, বিশিষ্ট সমাজ সেবক শাহিন মিয়াজীসহ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও গুনীজনবৃন্দ।