সাগর আচার্য্যঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্-মাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারের পশ্চিমে টাহরখীল পাটওয়ারী বাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সে অবস্থিত আন্-নূর একাডেমীতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) একাডেমির ছাত্র-ছাত্রীদের মাঝে একাডেমীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৪নং শাহ্-মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান (নান্টু) পাটওয়ারী উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও অত্র কমপ্লেক্সের সম্মানিত সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হাই ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক প্রবাসী ও অত্র কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম (মাসুম)।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, অবিভাবক, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজসেবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অর্থ সহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির ৪র্থ শ্রেনীর ছাত্র নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিজেকে আলোকিত মানুষ তৈরি করার ক্ষেত্রে শিক্ষার বিকল্প কিছু নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা ও নীতি-নৈতিকতা অর্জনই একজন শিক্ষার্থীর জীবনে সফলতা এনে দেয়। বক্তব্যে বক্তারা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং যুগোপযোগী শিক্ষা কারিকুলাম ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে একটি কল্যান রাষ্ট্র গঠনে বর্তমান ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।