মামুন হোসাইনঃ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৪ ডিসেম্বর চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান ঋণখেলাপীর অভিযোগ এনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রার্থিতা সুমনের বাতিল করেন।
গত ৫ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পেতে শেখ সাজ্জাদ রশিদ সুমন আপিল করলে ১১ ডিসেম্বর সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা শুনানি করে তার প্রার্থিতা বৈধ ঘোষনা করেন।
উল্লেখ্য, সোমবার প্রার্থীদের আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে নির্বাচন কমিশন (ইসি) মোট ৫৯টি আপিল নিষ্পত্তি করে।