সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজে মাঠে আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যেগে ২শ’ অসহায় শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – আমরা তারুণ্য সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবিভাবক সদস্য মোঃ মাইন উদ্দিন চৌধুরী।
আমরা তারুণ্য সামাজিক সংগঠনের সভাপতি শওকত আহম্মেদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ আহম্মেদের পরিচালনায় নতুন পোশাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি পারভেজ আহমেদ, শুভাকাঙ্ক্ষী বায়জিদ ঢালী, শাকিল, আলিফ, মারুফ, সদস্য জাহিদ হাসান, রাজন, সাফিন, রেজাউল, রনি সহ সংগঠনের অন্যান্য সদস্যগন।
প্রধান অতিথি মাইন উদ্দিন চৌধুরী বলেন- আমরা তারুণ্য সামাজিক সংগঠন থেকে এবছর ষষ্ঠ বারের মতো গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নতুন পোশাক দিতে পারায় মহান রাব্বুল আলআমিনের নিকট শুকরিয়া আদায় করছি।
তিনি আরো বলেন, সেসকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের আহবানে ছাড়া দিয়ে বিভিন্ন ভাবে আর্থিক, শারীরিক, শ্রম ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারাই হলেন তারুণ্যের প্রাণশক্তি, যখনই আমরা তারুণ্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আহবান করা হইছে তখনই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনারা তারুণ্য সামাজিক সংগঠনের পাশে থাকবেন।
এবছর মতলব উত্তর উপজেলার ২০ টি গ্রামের প্রায় ২ শত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।