মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ বলেছেন, দীর্ঘদিন ধরে জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে কাজ করছি। ইউনিয়নবাসীর দাবীর প্রেক্ষিতে ভোটে দাঁড়িয়েছি। তাই নির্বাচনকে সুষ্ঠ করতে এবং ভোটের অধিকার নিশ্চিত করতে গিয়ে যদি আমাকে লাশ হতে হয়, তবুও ভালো। কিন্তু ১টা ভোটও কাউকে অবৈধ উপায়ে ছিনিয়ে নিতে দিবো না।
জানা যায়, আওয়ামী লীগের দুঃসমের ত্যাগি ও পরিক্ষীত নেতা হাবিবুর রহমান বেগ। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় জনগণের সিদ্ধান্তে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন বেলা ১১টায় স্থানীয় ভোটারদের সাথে নিয়ে হাইমচর উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মামুনের কাছে তিনি মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় অসংখ ভোটারগনের উপস্থিতিতে তিনি উক্ত মন্তব্য করেন।
এসময় উপস্থিত সমর্থকদের তিনি আরও বলেন, যারা জনগনের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়। আপনাদের সহযোগিতা পেলে তা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ।