মোঃ হোসেন গাজীঃ আমিরাতে সার্কভুক্ত বিশ্বের আটটি দেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছে চাঁদপুরের সাগর চন্দ্র স্বপন।
৬ জুন দুবাইয়ে এই কমিটি গঠিত হয়।
জানা যায়, সাগর চন্দ্র স্বপন হাজীগঞ্জে বাসিন্দা। তিনি ১৯৯৯ সাল থেকে সংবাদপত্রের সাথে যুক্ত হয়ে রিপোর্টার হিসেবে নিজেকে মেলে ধরেন। শুধু সংবাদপত্রে রিপোর্টার হিসেবেই নয় এরসাথে তিনি একাধারে সংগঠক ও মানবাধিকার কর্মীও।
এক সাক্ষাৎকারে সাগর চন্দ্র স্বপন ‘হিলশা নিউজ’-কে বলেন, আমি খবরের পেছনের খবর তুলে ধরতে দেশে কাজ করেছি। এখন প্রবাস জীবনেও এর ব্যাতিক্রম নই। দেশ ও জাতির উন্নয়নে খবর পরিবেশন করতে গিয়ে নানা সময়েই সংগঠনের চাহিদা মুখ্য হয়ে থাকে। প্রবাসজীবনেও গণমাধ্যমকর্মী হিসেবে আমাকে এতোবড় সংগঠনে গুরুত্বপদে দায়িত্ব দেয়ায় আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
প্রসঙ্গত, সার্ক দেশগুলো ছাড়াও সারাবিশ্বে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মূলত এটি নেপালভিত্তিক আন্তর্জাতিক একটি সংস্থা।