... বিস্তারিত
আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার উদ্যোগে মাস্ক বিতরণ
সজল চন্দ্র দাসঃ শীত মৌসুমে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার উদ্যোগে গভর্নিং বডির সভাপতি মোঃ শাহীন মিয়াজীর নিজ অর্থায়নে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মাদরাসার শিক্ষার্থীরা এসাইনমেন্ট জমা দিতে আসলে সকলের মাস্ক পড়া নিশ্চিত করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ শাহীন মিয়াজী ও অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুক।
গতকাল ২৮ নভেম্বর ২০২০ শনিবার সকাল ১০ টায় মাদরাসা সংলগ্ন আলগী বাজার প্রধান সড়কে মাস্ক বিহীন চলাচলকারী পথচারী সহ অটো-সিএনজির ড্রাইভারদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। পরিশেষে মাদরাসার সকল ক্লাসে শিক্ষার্থীদের মাস্ক পরিধান নিশ্চিত করা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য শাহীন মিয়াজী বলেন- শীত মৌসুমে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সর্বদা সচেতনতা অবলম্বন করতে হবে। মাস্ক বিহীন ঘর থেকে বের হওয়া যাবেনা। অযথা নাকে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতি ঘন্টায় কমপক্ষে ১বার সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাইলেই করোনা ভাইরাস প্রতিরোধ সহ সুস্থ থাকা সম্ভব হবে।
মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ সহ মাদরাসা গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী।