স্টাফ রিপোর্টারঃ দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ১১০ জন অসহায় দুঃস্থ মহিলার মাঝে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
২৪ মে বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুঃস্থ মহিলাদের মাঝে নতুন ভিডব্লিওবি কার্ড ও ৩০ কেজি হারে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, দুঃস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সহয়তার অংশ হিসেবে আপনারা এ চাল পাচ্ছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ কার্ড ও চাল পেতে আমরা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা সহযোগিতা করেছি। তাই আপনাদের উচিত ইউনিয়ন পরিষদসহ বর্তমান সরকারের পক্ষে থাকা, সরকারের জন্য দোয়া করা।
তাই আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে এ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আরো বলেন, যার নামে কার্ড, আপনারা দুই এক দিনের মধ্যে চাল নিয়ে যাবেন। কোন সমস্যা থাকলে আমাদের জানাবেন। পরে চাল না ফেলে আমাদের দায়ী করতে পারবেন না।
ট্যাগ অফিসার সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবারক হোসেন এর পর্যবেক্ষনে, ইউপি সচিব আবু বকর মানিক এর সার্বিক তত্ত্বাবধানে, নতুন কার্ড ও চাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি সদস্যগণ।