... বিস্তারিত
আশিকাটি শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভার ১০৯তম বাৎসরিক মহোৎসব
২১শে ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী ধর্মীয় আয়োজনে এই মহোৎসবের সমাপ্তি হয়।
এ ব্যাপারে আশিকাটি শ্রীশ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ব্রজগোপাল আচার্য এবং সভাপতি হারাধন চন্দ্র দত্ত জানান, ঐতিহ্যবাহী এই মন্দিরটিতে ১০৯তম এই বাৎসরিক মহোৎসবটি ২ দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো। আমরা সম্পূর্ণ স্ব্যাস্থবিধি মেনে ৮ প্রহর ব্যাপি শ্রীশ্রী মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে গতকাল মহোৎসব শুরু করে ছিলাম। যা আজকে সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে মহোৎসব সম্পূর্ণ হলো। সবসময় যাতে সবাইকে সাথে নিয়ে মন্দিরের এই কার্যক্রম এগিয়ে নিতে পারি। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।
এদিকে মন্দির প্রাঙ্গণে প্রায় ৩’শ সনাতনী ভক্তবৃন্দকে দুপুরের প্রসাদ গ্রহণে অংশ নিতে দেখা গেছে।