স্টাফ রিপোর্টারঃ পচা গলা বাসী খাবারে অতিষ্ঠ হওয়াসহ নানা অভিযোগ আমলে নিয়ে চাঁদপুরের মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছেন ইউএনও ফাতিমা সুলতানা।
১৩ মে সোমবার তিনি নিজে বাজার ঘুরে এই অভিযান পরিচালনা করেছেন।
জানা যায়, মতলব বাজারের হোটেল রেস্তারাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ৭, ১৪ ও ১৯ ধারা লংঘনের দায়ে ৫ টি হোটেল কর্তৃপক্ষকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা বলেন, চোখের সামনে বাসি পচা গলা নোংরা ও ধূলোবালিময় খাবার বিক্রি করলেও আমরা যেনো মুখ বুজেই সহ্য করছিলাম সব কিছু। আমাদের সেইসব অভিযোগ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। পরে ইউএনও এর পদচারণায় বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৫টি হোটেলকে জরিমানা করা হয়। আর এতে করে হোটেলগুলো সার্বিক বিষয়ে আরও সতর্ক হবে ভেবে আমরা এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।
এদিকে অভিযানের তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মতলব ইউএনও ফাতিমা সুলতানা বলেন, জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।