সংবাদদাতাঃ ইতিহাসবিদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।
২৭ মে শনিবার এক বার্তায় দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ড. কাজী শহীদুল্লাহকে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।
চাঁবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার বলেন, প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ ও আদর্শনিষ্ঠ মানুষ। প্রথম মেয়াদে চেয়ারম্যান হিসেবে গত চার বছর দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ড. কাজী শহীদুল্লাহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার তাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করায় আশা করছি উচ্চশিক্ষায় তিনি তাঁর গৃহিত পদক্ষেপের মধ্য দিয়ে গুণগত পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৫ মে বৃহস্পতিবার ড. কাজী শহীদুল্লাহ দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।