প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দ্বিতীয় মেয়াদে সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।
সোমবার (৫ জুন) এক বার্তায় তিনি ইউজিসির এই দুই সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাদের নিয়োগের বিষয়ে জানানো হয়।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর সফলভাবে প্রথম মেয়াদে ইউজিসি’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকার তাদের দ্বিতীয় মেয়াদে সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় উচ্চশিক্ষার গুণগত পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে গত মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে অধ্যাপক কাজী শহীদুল্লাহকেও দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় সরকার।