হিলশা নিউজ রিপোর্টঃ সবারই স্বপ্ন থাকে, আপন মনে স্বপ্ন বুনে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে নানা প্রতিবন্ধকতা । আর যে কিনা প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। এমনই একজন সফল ব্যবসায়ী ও ইতালি আওয়ামী লীগ ভেনিসের যুগ্ম আহবায়ক, বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কে নিয়ে কথা বলব। তিনি হলেন, শাহাদাত হোসাইন।
ইতালীর ভেনিসের প্রিয় মুখ, একজন সফল ব্যাবসায়ী এবং ভেনিসের কমিউনিটি ব্যাক্তিত্ব। বাংলাদেশের চাঁদপুর জেলার এই সফল মানুষটি গত দু’ দশক আগে পড়াশুনার পাশাপাশি একজন নেশা – পেশায় মিশ্রিত সাহসী সাংবাদিক ছিলেন। স্থানীয় একটি দৈনিকে সিনিয়র রিপোর্টার, তারপর নিজেই সম্পাদক ও সম্পাদক হলেন সাপ্তাহিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার। যা এখন দৈনিক সুদীপ্ত চাঁদপুর। বাইরে চলে যাওয়ার সুবাদে পত্রিকার মালিকানা ছাড়লেন। চাঁদপুরে শাহাদাত হোসাই নব্বই দশকের শেষে সংবাদপত্র জগতে এসটি শাহাদাত হিসাবেই অধিক পরিচিতি লাভ করেন।
এই মানুষটিই অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ইতালির ভেনিসে। তিনি তাঁর পরিশ্রম সাহস ইচ্ছাশক্তি একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে নিজের ভাগ্য উন্নয়ন ও স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজ সফল একজন ব্যাক্তি প্রবাসে প্রতিষ্ঠিত। বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান একজন সফল ব্যবসায়ী ও দক্ষ সংগঠক শাহাদাত হোসেন। ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ এবং শৈশব কেটেছে সেখানেই। চাঁদপুর সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষে জীবিকার তাগিদে ২০০৬ সালে সেপ্টেম্বরে সোনালী স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছেন ইতালীতে।
প্রবাস জীবনের শুরুর প্রথম তিন বছর অন্যের অধীনে কাজ করলেও সব সময় মনের গহীনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দেয়ার ইচ্ছা শক্তিটা দিন দিন প্রবল প্রবলতর হতে থাকে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভেনিসে পিজা হাউস দেয়ার মধ্যদিয়ে নিজের সেই স্বপ্ন বাস্তবে এসে ধরা দেয়। এর পর আর পেছনে তাকাতে হয়নি। বর্তমানে রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, সু্যভেনির শপসহ একাধিক ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রতিটি সেক্টরেই ব্যাবসায়িক ভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।
পারিবারিক জীবনে তিনি ২ সন্তানের জনক। যাদের একজনের বয়স ৯ এবং অন্যজনের ৩ বছর, তাদের দুজনেরই জন্ম ইতালীর ভেনিসে।
বর্তমানে ভেনিসের মেস্ত্রে শহরে পরিবার স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করছেন। বড় ছেলে ইতালিয়ান স্কুলে পড়াশোনা করছেন। বয়োবৃদ্ধ বাবা মা দুজনই বেঁচে আছেন সুস্থ আছেন। ,দেশে ও প্রবাসের সর্বস্তরের মানুষ জনের কাছে দোয়া চেয়েছেন।
তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। এ সফল মানুষের পেছনে আছে কিছু গল্প,তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল,এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। উল্লেখ্য সম্প্রতি ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ‘পজিটিভ বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে ফ্রান্সের রাজধানীর প্যারিসে অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় শাহাদাত হোসেন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়া গত ২০ মে ভেনিসে ইতালি থেকে সম্প্রচারিত ও প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল এবং অনলাইন টিভি মিলান বার্তার এক জমকালো অনুষ্ঠানে মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শাহাদাত হোসেন কে কমিউনিটির গুণীজন হিসেবে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।
এছাড়াও প্রবাসে কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়ন ও স্থানীয় বাংলা কমিউনিটিতে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র,ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ।তাঁর মাঝে কোন অহংকার নেই।নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় । তাছাড়াও একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।