হিলশা নিউজ রিপোর্টঃ ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের রোটারি বর্ষ-২০২২-২৩-এ সভাপতি প্রিতম ঢালী ও সচিব হিসেবে ফারহান ফুয়াদ আকাশ নির্বাচিত হয়েছেন।
৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় ক্লাবের বোর্ড কমিটির সিদ্ধান্তে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ক্লাবের আরসিসি রোটাঃ ডাঃ তানভির আহমেদ মিয়া।
তিনি বলেন, রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর অন্তর্গত ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল একটি সুনামধন্য ক্লাব। তাদের নেতৃত্ব এর পালাবদলে ২০২২-২৩ রোটারি বর্ষে নতুন কমিটিতে সভাপতি প্রিতম এবং সচিব হিসেবে আকাশের নাম ঘোষণা করা হলো। এই সিদ্ধান্ত আমাদের ইন্টারেক্ট ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও বোর্ড কমিটির সমন্বয়ে নেয়া হয়েছে। এই ইন্টারেক্ট ক্লাবটির ১৫তম ক্লাব সভাপতি হতে চলেছেন প্রিতম ঢালি উল্লেখ করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের বর্তমান সভাপতি সাইফুর অনিম ও সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।