স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল কাদির পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি তার নিজ বাড়ি ইব্রাহীমপুরের ৬নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে এক শোকবার্তায় চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা সুজিত রায় নন্দী বলেন, কাদির ভাইয়ের এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এর আগে মরহুম আব্দুল কাদির পাটওয়ারীর প্রতি সুজিত রায় নন্দীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ইউপি চেয়ারম্যান কাশেমসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।