হিলশা নিউজ রিপোর্টঃ শুধুমাত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে মাত্র ২০ দিন বয়সি ২ যমজ শিশুসহ মোট ৩টি শিশু সন্তানকে পিতৃহীন করছে সন্ত্রাসীরা দাবী নিহত ইমনের স্বজন ও এলাকাবাসীর। যদিও পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নয়। বরং একটি অটো রিক্সায় উঠানামার ঘটনায় বাকবিতন্ডা থেকে ইমন খুন হয়েছে এবং সেই অটো রিক্সাটি আমরা জব্দ করেছি।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জের জনতা বাজারে কাঠ মেস্ত্রী ইমন হোসেন হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবী জানাতে গিয়ে তার স্বজন ও এলাকাবাসী আধিপত্য বিস্তারের ঘটনার কথা জানিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে লোধপাড়ার কবিরাজ বাড়ীর শাহাদাৎ বলেন, দুদিন আগে এলাকায় ওয়াজ মাহফিলে আধিপত্য বিস্তার নিয়ে ১নং ইউনিয়নের রাজার গাও ইউনিয়নের ছাত্রলীগ নেতা তারেক আজিজের সাথে পার্শ্ববর্তী ৪নং কাঁলচো ইউনিয়নের সাকছি পাড়ার ছেলেদের সাথে বাকবিতন্ডা হয়। সেখানে ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়ার হারুনুর রশীদের ছেলে ইমন হোসেন (৩০) মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষকে বুজিয়ে যার যার মতো বাড়ী পাঠিয়ে দেয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে পরবর্তীতে তারেক গ্যাং ইমনকে হত্যার মধ্য দিয়ে এই অমানবিক হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
নিহত ইমনের জেঠা আব্দুল হান্নান বলেন, তারেক ৪/৫টি সিএনজি ও কয়েকটি হোন্ডায় দলবলসহ জনতা বাজারে সন্ধ্যায় প্রবেশ করে। এরপরই ওরা ইমন কে দেখে ধর ধর বলে দৌড়ানী দেয়। ইমন পালানোর চেষ্টা করেও তারেকদের হাত থেকে শেষ রক্ষা পায়নি। তারেকসহ অন্যরা ইমনকে ফুটবলের মতো পিটিয়ে হত্যা করে বাজার থেকে একটু দূরে একটি বাগানে ফেলে রেখে গেছে।
ইমনের চাচা নুরুল আলম বলেন, এই জনতা বাজারে ইমন বার্নিসের কাজ করতো। গেলো ২০ দিন আগে ইমনের স্ত্রীর কোল জুড়ে যমজ ১ ছেলে ও ১ মেয়ে হয়েছে। এছাড়াও ইমনের আড়াই বছর বয়সি আরও ১টি ছেলে রয়েছে। তারেক তার সন্ত্রাসী বাহিনীসহ দেশীয় অস্ত্র শস্ত্রসহ এলাকায় ঢুকে ইমনকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তারেকসহ ঘটনায় জড়িত সকলের ফাঁসির দাবী জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে গাঁ ঢাকা দেয়ায় তারেক কিংবা তার বাহিনীর কারোরি বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দোষীদের শাস্তির দাবী জানিয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।
এদিকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, মাথায় ও শরীরে রক্তাক্ত জখম অবস্থায় হাজীগঞ্জ থেকে ইমন নামে রোগীটি আমাদের হাসপাতালে আনার অনেক আগেই সে মারা গেছে।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ বলেন, অটোরিক্সার ভাড়া নিয়ে বাকবিতন্ডার সূত্র ধরে রাজারগাও এর তারেকসহ তার দলবল ইমন নামে এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় এসে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।