অমরেশ দত্ত জয়ঃ দিনের আলোর শুরুর সাথে সাথেই ইলিশ বেচাকেনায় জমজমাট হয়ে উৎসবমুখর পরিস্থিতি যাচ্ছে চাঁদপুর বড়ষ্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রটি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ এবং বিরোধী দলীয় হরতাল অবরোধ না থাকায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মাছঘাট এভাবে পুরোদমে সরগরম হয়ে উঠেছে।
৪ নভেম্বর শনিবার সকালে মা ইলিশের প্রধান প্রজনন নিরাপদ করার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষের একদিন পর মৎস্য অবতরণ কেন্দ্রটিতে জেলে, আড়তদার ও ক্রেতাদের মাঝে এ কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান এবারো সফল সমাপ্তি হয়েছে। এই অভিযানে নৌ পুলিশ ৪৮ কোটি ৬৮ লক্ষ ৫৪ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল উদ্ধার, ৯৩৮৭ কেজি ইলিশ মাছ উদ্ধার, ৫৩০টি নৌকা আটক, ৩টি ট্রলার আটক, ২১১টি রুজুকৃত মামলায় ১৪৮৯ জন গ্রেফতারকৃত আসামী ধরেছে।এছাড়াও ৬২টি মোবাইল কোর্টে ৯৭ জনকে ২ লাখ ৬৫ হাজার ২শ’ টাকা জরিমানা এবং ৪২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের আওতায় আনে। পাশাপাশি ২৭০ জন নাবালককে সতর্ক করা সাপেক্ষে মুছলেখায় পরিবারের নিকট ছাড়া হয়। যার কারনে নদীতে মা ইলিশ ডিম ছাড়াসহ দেশীয় মাছের জন্যও সুবিধা হয়েছে।
বড়ষ্টেশনের ব্যবসায়ী আঃ খালেক বেপারি বলেন, এবার অভিযান সফল হওয়ায় স্টকে মাছ রাখার সুযোগ পায়নি কেউ। তবে এখনো অনেক ইলিশ মাছের পেটেই ডিম রয়ে গেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ১৪শ’ থেকে ১৫শ’ টাকা, ৭শ’-৮শ’ গ্রামের ইলিশ এক হাজার থেকে ১১শ’ টাকা। আর দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। তবে পদ্মা-মেঘনার ইলিশ কেজিতে সবসময়ই ২শ’ থেকে ৩শ’ টাকা বাড়া কমার মধ্যে দরদাম হয়।
এদিন জেলেদের আহরিত ইলিশ ও বিভিন্ন মাছ বোঝাই করা নৌকা ও ট্রলার ভোর থেকেই মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে থাকে। যা পরবর্তীতে আড়তদার ও ব্যবসায়ীরা স্তূপ করে সাজাচ্ছেন। পাইকারি ডাক উঠানোর পরে খুচরা ও পাইকারি ক্রেতারা এসব ইলিশ ক্রয় করছেন।
তৌহিদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, এতো টাকা পয়সা খরছ করে অভিযান দেবার পরও ইলিশের দাম কমছে না। গতকালকেও দাম যা ছিলো এখনো তাই এবং অভিযানের আগেও একই অবস্থা। বরং অভিযানের আগের চেয়ে এখন প্রতি কেজিতেই পদ্মার ইলিশের দাম ২-৩শ’ করে বেড়েছে। এগুলো মনিটরিং জরুরী।
এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ শবেবরাত সরকার বলেন, অভিযান শেষের পর থেকে এ দুই দিন ঘাটের বিভিন্ন আড়তে ৫ থেকে ৬ মণ ইলিশের আমদানি হচ্ছে। যার অধিকাংশ ছোট মাছ। তবে পদ্মার ইলিশের চাইতে নামার ইলিশই বেশি আসতাছে। তাই পদ্মা থেকে পাওয়া আকারে বড় সাইজের ইলিশগুলোতে দাম আগের তুলনায় কেজিতে দেড় দুইশত টাকা বেড়েছে। তবে কয়েকদিন সময় অতিবাহিত হলে নদীতে ইলিশের বিচরণ বাড়লে দাম কমবে বলে আশা রাখি। আমার মতে মা ইলিশের অভিযান এবার শতভাগ না হলেও প্রশাসনের তৎপরতায় অনেকটাই সফল হয়েছে।