স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর চাঁদপুর কেন্দ্রীয় শাখার আয়োজনে ৩ স্থানে জগন্নাথদেবের রথযাত্রাকে ঘিরে ৭দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসকন চাঁদপুর কেন্দ্রীয় শাখার সভাপতি ও পুরানবাজার ঘোষপাড়ার গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী।
তথ্য মতে, মঙ্গলবার বিকাল ৪টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথারোহন ও শোভাযাত্রা শহরের লোহারপুল থেকে নতুন বাজারের উদ্দ্যেশ্যে শুরু হবে। আবার ২৭ জুন মঙ্গলবার নতুন বাজার হতে পুনরায় রথটি লোহারপুলে যাবে। এতে প্রশাসন, পুলিশ বিভাগ, সনাতনী নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার লোক উপস্থিত থাকবেন। একইভাবে ইসকন চাঁদপুরের অপর ২ শাখা হাজীগঞ্জের উচঙ্গা ও মতলব উত্তরের চরপাথালিয়াতেও এই রথযাত্রা করা হবে।
এ বিষয়ে ইসকন চাঁদপুর কেন্দ্রীয় শাখার সভাপতি ও পুরানবাজার ঘোষপাড়ার গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী বলেন, রথযাত্রা উৎসবকে ঘিরে আমাদের ৭দিন ব্যাপী ধর্মীয় নানা অনুষ্ঠান শহরের গোপাল জিউর আখড়া মন্দিরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন রাত ৯টায় পদাবলী কীর্তন ও বাউল সংগীত,বৈদিক নৃত্য, নাটক ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এছাড়াও হাজীগঞ্জের উচঙ্গা ও মতলব উত্তরের চরপাথালিয়াতেও পৃথকভাবে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। আমি সনাতনীসহ সকলকে এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি।